কিশোরগঞ্জে দুইদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনি অনুষ্ঠান ও পুরস্কার বিতরন
https://www.obolokon24.com/2017/04/kisargang_20.html
মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা ঃ
উন্নত -আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দুই দিন ব্যাপি ২৮তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনি অনুষ্ঠান পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে বিজ্ঞান ও প্রযুক্তি উদযাপন কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বরেন্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম, সহকারী কর্মকর্তা ভুমি উত্তম কুমার রায়, রণচন্ডি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন প্রমুখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগাঁরগাও ঢাকা তত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলার আয়োজন করে ১৩ টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ কুইজ প্রতিযোগিতা, বির্তক প্রতিযোগিতা ও ছাত্রছাত্রীদের নিজ হাতে তৈরীকৃত বিষয় সমুহ প্রদর্শন করা হয়।