জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে শিকড়ের মশারী বিতরন।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
" সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ি, মাদককে না বলি, বাল্যবিবাহ রোধ করি " এই শ্লোগান কে সামনে রেখে  নীলফামারীর জলঢাকায় সোমবার বিকেলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মশারী বিতরন করেছে সামাজিক সংগঠন " শিকড় জলঢাকা "। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড অফিসে শিকড় জলঢাকার আয়োজনে মেধাবী ছাত্রছাত্রীদের হাতে মশারী তুলে দেন পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। শিকড়ের সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে এসময় আরো উপস্হিত ছিলেন চাঁদমনির প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব পিজিরুল আলম দুলাল, পৌর সচিব আশরাফুজ্জামান, শিকড় সম্পাদক হাফিজুর রহমান, শিকড়ের সদস্য হাসিবুল ইসলাম মিতু, আসাদুজ্জামান স্টালিন, মর্তুজা ইসলাম, আবেদ আলী, মনিরুজ্জামান লেবু, তাইজুল ইসলাম তাজু ও জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিটুল চৌধুরী। শিকড়ের সকল সামাজিক কর্মকাণ্ডের সাথে পৌর মেয়র ও উপস্হিত অতিথিবৃন্দ পাশে থাকারর অঙ্গিকার ব্যক্ত করেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3845832853320179052

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item