বৈশাখী উৎসবে মেতেছে জলঢাকা।
https://www.obolokon24.com/2017/04/jaldhaka_11.html
মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
বাঙালীর সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। বর্ষবরন এ দিন সবাই মেতে ওঠে প্রানের উচ্ছ্বাসে। নানা আয়োজনে বরন করা হয় নতুন বছরের প্রথম দিন। নতুন দিনের নতুন সুর্যকিরন স্পর্শ করার আনন্দ তরুন প্রানেরই বেশি। সেই উচ্ছ্বাসে পুরনো স্মৃতির সঙ্গে বৈশাখের আনন্দ ভাগ করে নিতে মেতে ওঠবে জলঢাকা বাসি। ১৪২৪ সালের বর্ষবরন উপলক্ষে উপজেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে উপজেলা প্রশাসন ছাড়াও সামাজিক নংগঠন শিকড় জলঢাকা, প্রাথমিক, মাধ্যমিক স্কুল, কলেজ ও বিভিন্ন ক্লাব, সাংস্কৃতিক সংগঠন। এদিন উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে পৌরশহর প্রদক্ষিণ করবে। এছাড়াও সামাজিক সংগঠন শিকড় জলঢাকা ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বর্ষবরন অনুষ্ঠান পালন করবে। স্কুল মাঠের এই বর্ষবরনে থাকছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রকমারি স্টল, লোক সংগিত, লাঠি খেলা, নাগরদোলা সহ সন্ধায় থাকছে দেশের স্বনামধন্যা শিল্পী দের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধা। এদিকে ডাউয়াবাড়ী ইউনিয়নে নেকবক্ত খেলার মাঠে মেলা, পৌরশহর টিএণ্ডটি মাঠে যাদু প্রদর্শনী ছাড়াও থাকছে বিভিন্ন ইউনিয়নে বর্ষবরন অনুষ্ঠান।
বাঙালীর সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। বর্ষবরন এ দিন সবাই মেতে ওঠে প্রানের উচ্ছ্বাসে। নানা আয়োজনে বরন করা হয় নতুন বছরের প্রথম দিন। নতুন দিনের নতুন সুর্যকিরন স্পর্শ করার আনন্দ তরুন প্রানেরই বেশি। সেই উচ্ছ্বাসে পুরনো স্মৃতির সঙ্গে বৈশাখের আনন্দ ভাগ করে নিতে মেতে ওঠবে জলঢাকা বাসি। ১৪২৪ সালের বর্ষবরন উপলক্ষে উপজেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে উপজেলা প্রশাসন ছাড়াও সামাজিক নংগঠন শিকড় জলঢাকা, প্রাথমিক, মাধ্যমিক স্কুল, কলেজ ও বিভিন্ন ক্লাব, সাংস্কৃতিক সংগঠন। এদিন উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে পৌরশহর প্রদক্ষিণ করবে। এছাড়াও সামাজিক সংগঠন শিকড় জলঢাকা ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বর্ষবরন অনুষ্ঠান পালন করবে। স্কুল মাঠের এই বর্ষবরনে থাকছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রকমারি স্টল, লোক সংগিত, লাঠি খেলা, নাগরদোলা সহ সন্ধায় থাকছে দেশের স্বনামধন্যা শিল্পী দের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধা। এদিকে ডাউয়াবাড়ী ইউনিয়নে নেকবক্ত খেলার মাঠে মেলা, পৌরশহর টিএণ্ডটি মাঠে যাদু প্রদর্শনী ছাড়াও থাকছে বিভিন্ন ইউনিয়নে বর্ষবরন অনুষ্ঠান।