সুন্দরগঞ্জে বজ্রপাতে ঘরবাড়িসহ গরু-ছাগল পুড়ে ছাই

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) থেকেঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে ঘর-বাড়িসহ ৩টি গরু ও ২টি ছাগল পুড়ে ছাই হয়েছে। এতে সাড়ে ৪ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে।
স্থানীয়রা জানান- শনিবার সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের লখিয়ারপাড়া গ্রামের মৃত- হুরমুজ আলী মন্ডলের পুত্র মছির উদ্দীনের বাড়িতে বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ মছির উদ্দীন বলেন, আগের রাত থেকে ঝড়-বৃষ্টি হতে থাকলে গরু-ছাগলসহ পরিবারের সবাই পৃথক-পৃথক ঘরে অবস্থান করছিলেন। সকালে হঠাৎ বজ্রপাত হলে বাড়ির ৩টি শয়নঘরসহ গোয়লঘর পুড়ে যায়। এতে ঘরের বিছানা-পত্র, অন্যান্য মালামাল, ৩টি গরু ও ২টি ছাগল ভষ্মিভূত হয়। কাশিমবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে পরিবারটির ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি তা দেখে পরিবারটির সদস্যদের সঙ্গে কথা বলেছেন। ইউপি চেয়ারম্যান- নাফিউল ইসলাম সরকার জীমি বিষয়টি নিশ্চিত করে বলেন- আমি শুনেছি। তবে, এলাকার বাইরে থাকায় ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি।

পুরোনো সংবাদ

নির্বাচিত 1962341031488315578

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item