সুন্দরগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
https://www.obolokon24.com/2017/04/gaibandha_74.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে মোবাইল ফোণে সম্পর্কের সূত্র ধরে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ্দ করেছেন এলাকাবাসী।
বিভিন্ন সূত্রে জানা যায়, গত বুধবার রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী এক সন্তানের জননী তার প্রেমিককে মোবাইল ফোনে ডেকে নিয়ে নিজ ঘরেই আপত্তিকর অবস্থায় স্বামী ও এলাকাবাসীর হাতে আটক হয়। পরদিন অমিমাংশিত এ ঘটনায় যুবককে পুলিশে সোপর্দ্দ করেন এলাকাবাসী। এ ব্যাপারে প্রেমিকা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করে। এ মামলায় পুলিশ যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত ঐ যুবক একই উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের আব্দুল মতিনের পুত্র মিজানুর রহমান। তার বিরুদ্ধে চার বছর পূর্বে বাড়ির পাশের এক শিশু মেয়েকে সুযোগ বুঝে ধর্ষণের অভিযোগ এনে থানায় সংশ্লিষ্ট আইনে (মামলা নং ১/১৪) একটি মামলা করেন শিশুটির পিতা। এ মামলায় জামিনে মুক্তি পেয়ে মিজানুর গত এক বছর ধরে এই গৃহবধূর সঙ্গে অবৈধ প্রেম অতঃপর দৈহিক মেলামেশা চালিয়ে আসছে বলে জানা গেছে।