সুন্দরগঞ্জে শত্রুতামূলক মুক্তিযোদ্ধার সন্তানের ঔষধের দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
https://www.obolokon24.com/2017/04/gaibandha_33.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মুক্তিযোদ্ধার সন্তান হারুন-অর রশিদের ঔষধের দোকান ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
জানা গেছে, চাচীয়া মীরগঞ্জ গ্রামের মৃত- মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরকারের সন্তান হারুন-অর রশিদের সাথে বসতবাড়ির ১৪ শতক জমি নিয়ে প্রতিবেশী মৃত-ওসমান আলী সরকারের পুত্র সাইফুল ইসলামের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। গত ১৬ এপ্রিল হারুন বসতবাড়ির কিছু সংখ্যক সুপারির গাছ কর্তন করে ভ্যান যোগে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পথি মধ্যে সাইফুল ইসলাম ও তার অপর ২ ভাই কিছু সংখ্যক সন্ত্রাসী নিয়ে পথ রোধ করে এলোপাতারি মারপিট করে। এতে হারুন-অর রশিদ ও তার মা হালিমা বেওয়াসহ ৪ জন আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সুযোগ বুঝে ওই দিন দিবাগত গভীর রাতে হারুন-অর রশিদের বসতবাড়ি সংলগ্ন তার ঔষধের দোকানে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে ৪ লক্ষাধিক টাকার ঔষধ ও আসবাব পত্র পুড়ে ছাই হয়। এব্যাপারে হারুন-অর রশিদ বাদি হয়ে সাইফুলসহ ১১ জনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় এজাহার দাখিল করে। এসআই সবুজ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোট লেখা পর্যন্ত পুলিশ কাউজে গ্রেফতার করতে পারেনি।