সুন্দরগঞ্জে পৌর কর্মচারীদের কর্ম-বিরতি
https://www.obolokon24.com/2017/04/gaibandha_26.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর কর্মকর্তা- কর্মচারীরা কর্ম-বিরতি পালন করেছেন।
বিভিন্ন দাবীতে বুধবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী কর্ম-বিরতি পালন করেন তারা। এ সময় বক্তব্য রাখেন-মেহেদুল ইসলাম নুরুল ইসলাম, তানজিমুল ইসলাম, সিদ্দিকুর রহমান, রেজাউল হক, রবিউল ইসলাম, প্রমূখ। বক্তারা বলেন, সারাদেশের ৩শ’২৬ টি পৌরসভার মধ্যে অধিকাংশ পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতাদি নিয়মিত পাচ্ছেন না। ফলে ঐ সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। অবিলম্বে পৌর কর্মকর্তা-কর্মচারীদের চাকরী জাতীয়করণ পূর্বক বেতন-ভাতা প্রদানের ১ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।