সুন্দরগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
https://www.obolokon24.com/2017/04/gaibandha_22.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
সুন্দরগঞ্জে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায়, আজ শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় উপজেলাটির সোনারায় ইউনিয়নের সোনারায় গ্রাম থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এব্যাপারে এসআই মোত্তালেব প্রধান বাদী হয়ে থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু পূর্বক বিকেলে আদালতে প্রেরণ করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, ঐ গ্রামের মৃত- মেছের উদ্দিনের পুত্র আব্দুল লতিফ, লাল মিয়ার পুত্র আমীর উদ্দিন ও মৃত- আনছার
সরকারের পুত্র মোজাম্মেল হক। এরা সকলেই দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রবের ব্যবসা চালিয়ে আসছে বলে থানা সূত্রে জানা গেছে।