সুন্দরগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বর্ষ বরণ
https://www.obolokon24.com/2017/04/gaibandha_15.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
সুন্দরগঞ্জ নানা আয়োজনের মধ্যদিয়ে ১৪২৪ বর্ষকে বরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে পান্তা খাওয়া, মঙ্গল শোভাযাত্রাসহ গ্রাম-বাংলার ঐতীহ্যবাহী লাঠি খেলা, সাপ খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া।
এসময় ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান- রেজিয়া বেগম, সহকারি কমিশনার (ভূমি)- সামিউল আমীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সাংস্কৃতিক ও সংগঠনিক নেতৃবৃন্দ।
এদিকে বর্ষ বরণ উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে বলে জানা গেছে।