সুন্দরগঞ্জে বিদ্যুতের ঝুলন্ত লাইনে পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
https://www.obolokon24.com/2017/04/gaibandha_12.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের সেচ পাম্পের ঝুলন্ত লাইনে পৃষ্ট হয়ে ৩ সন্তানের জননী গৃহবধূর মৃত্যু হয়েছে।
গতকাল বিকাল ৫ টা ৪০ মিনিটে ঘটে যাওয়া দুর্ঘটনার বিবরণে জানা যায়, উজান বোচাগাড়ী গ্রামের আব্দুল আজিজের সেচ পাম্প হতে ওই গ্রামের জেলাল উদ্দিনের পুত্র আব্দুল কুদ্দুস চায়ের দোকানদার তার দোকানে বিদ্যুতের টানা লাইন নেয়। টানা লাইনটি জেলাল মোড়ের নিকটবর্তী আনোয়ারের ঘরের উপরে হওয়ায় বিদ্যুৎ লাইনটি তার বাড়িতে হেলে পড়ে। ওই হেলে পড়া লাইনে পৃষ্ট হয়ে গৃহবধূ আনোয়ারের স্ত্রী জাহেদা (৩৬) মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ধুবনী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোকতারুল ইসলাম ও সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান গৃহবধূ জাহেদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ খবর লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।