ফুলবাড়ীতে কৃষক সমিতির প্রতিবাদ মিছিল ও সম্মেলন অনুষ্ঠিত ॥

মোঃ মেহেদি হাসান উজ্জল ফুলবাড়ী দিনাজপুর

দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষক সমিতির কৃষক বাঁচাও কৃষি বাঁচাও -বৈষম-দূনিতি-লুষ্ঠণ প্রতিরোধে প্রতিবাদ মিছিল ও কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার স্থানীয় টিটির মোড় কৃষক সমিতির কার্যালয় হতে বেলা ১২ টায় জাতীয় কৃষক সমিতি ফুলবাড়ী শাখার উদ্দ্যোগে এক প্রতিবাদ মিছিল বের হয়। প্রতিবাদ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কৃষক সমিতির কার্যালয়ে শেষ হয়। প্রতিবাদ মিছিল শেষে কৃষকদের নিয়ে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মোশারাফ হোসেন লাবু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলিট ব্যুরো, ওর্য়াকাস পাটি কেন্দ্রেয় কমিটি নূর হোসেন বকুল, বিষেশ আতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌর সভার সাবেক মেয়র বাংলাদেশ ওর্যাকাস পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, বাংলাদেশ ওয়ার্কাস পাটির ফুলবাড়ী শাখার সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিকদার।
সম্মেলনে বক্তারা বলেন কৃষক বাঁচাও কৃষি বাঁচাও -বৈষম-দূনিতি-লুষ্ঠণ প্রতিরোধে গ্রামে গ্রামে কৃষক সংগঠন গড়ে তুলতে হবে, ফসলে লাভ জনক মূল্য দিতে হবে, সার, বীজ, ঔষধ কম্পানির দ্বারা ফসলের ক্ষতিপুরন আদায়ের জন্য কৃষি আদালত করতে হবে।
ফুলবাড়ী পৌর শহরে ইজারার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে, ভুমি অফিসের দূনিতি, ঘুষ, হয়রানি বন্ধ করতে হবে। সম্মেলনে ফুলবাড়ী বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক কৃষক অংশ গ্রহন করেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6816079706225617371

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item