ফুলবাড়ীতে সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করনে উদ্বুদ্ধ করন সভা অনুষ্ঠিত ॥
https://www.obolokon24.com/2017/04/fulbari_27.html
মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করনে উদ্বুদ্ধ করন সভা অনুষ্ঠিত হয় । আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলার দৈালতপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষেবেসরকারী সংস্থা পল্লীশ্রী উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীতে অতি দরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চত করন প্রকপ্লের আয়োতায় সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করনে উদ্বুদ্ধ করন সভা অনুষ্ঠিত হয়।
দৈালতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার আকতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার নুরুজ্জামান মিঞা ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের সচিব হানিফুর রহমান, পল্লীশ্রীর প্রকল্প মনিটরিং অফিসার তরিকুল ইসলাম, এভায়লুয়েশন অফিসার, ওয়ার্ল্ড ভিশন এর এসএসিসি রেজাউল করিম রেজা ,এনজিও কর্মি মর্জিনা আক্তার ,মমতাজ বেগম প্রমূখ।
সভায় কমিউনিটি ডেভলপমেন্ট সুপারভাইজার রাধা রাণী সরকার, রুবেল হাসান, জুয়েল রানা, দিপক রায়, জান্নাতুল ফেরদৌস মুক্তা, রওশন আরা, শাহানাজ পারভীন, কৃষ্ণা রবিদাস, রওশন, ফিরোজ, । এফজিডি সদস্য নাছরিন, প্রকল্পের সিএসও সদস্য ২ জন এবং এ্যাপেক্স বডি ২ জন, এফজিডি সদস্য ২৪ জনসহ মোট ৮০ জন সদস্য ও ইউনিয়নের সকল ইউপি সদস্যগন অংশ গ্রহণ করেন। উল্লেখ্য অনুষ্ঠানটি বাস্তাবয়নে ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রী ও পামডো।