ফুলবাড়ীতে জুয়া খেলার অপরাধে তিনজনের অর্থদন্ড
https://www.obolokon24.com/2017/04/dinajpur_80.html
মেহেদী হাসান ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে আজ রবিবার জুয়া খেলার অপরাধে তিনজনকে অর্থ দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন, পৌর এলাকার সুজাপুর চাঁদপাড়া গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে আব্দুস সালাম (৩৫), মৃত টুকু চন্দ্রের ছেলে দয়াল চন্দ্র (৩০) ও মৃত নান্টু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩০)।
আদালত সূত্রে জানা যায়,সকাল সাড়ে ১০টায় ভ্রাম্যমান আদালত সুজাপুর চাঁদপাড়া গ্রামের আমবাগানে এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ওই তিনজনকে আটক করেন। আটক ব্যক্তিরা অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা প্রত্যেককে এক’শ টাকা করে অর্থদন্ড প্রদান করেন ।