দিনাজপুর কেবিএম কলেজ মাঠে অনুষ্ঠিত সুমন স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2017/04/dinajpur_6.html
নিজস্ব প্রতিনিধিঃ
৩০ এপ্রিল রবিবার বিকালে দিনাজপুর কেবিএম কলেজ মাঠে অনুষ্ঠিতব্য সুমন
স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩-২ গোলে মুসকান
ফুটবল ক্লাব জয়ী হয়।প্রধান অতিথি - মাননীয় হুইপ জনাব ইকবালুর রহিম- এমপি।
বিশেষ অতিথি - সেলিনা জাহান লিটা এমপি ঠাকুরগাঁও - পঞ্চগড় এবং ইউএনও
খন্দকার মোঃ নাহিদ হাসান, রাণীশংকৈল উপজেলা। এছাড়াও উপস্থিত ছিলেন
দিনাজপুরের বিভিন্ন জনপ্রতিনিধিসহ নেতাকর্মি, ক্রীড়ামোদি দর্শক এবং
সাংবাদিকরা। দিনাজপুরের কেবিএম কলেজের খেলার মাঠ হাজার হাজার দর্শকের মিলন
মেলায় পরিনত হয়। খেলায় অংশগ্রহন করেন - অালী অাকবর এমপি ক্রীড়া একাডেমি
রাণীশংকৈল বনাম মুসকান ফুটবল ক্লাব দিনাজপুর।