হাইকোর্টের স্থগিতাদেশে: স্বপদে পূনঃবহাল ফুলবাড়ীর পৌর কাউন্সিলর মোতাহার আলী
https://www.obolokon24.com/2017/04/dinajpur_55.html
মোঃ মেহেদী হাসান ফুলবাড়ী,(দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার ৬নং ওয়ার্ডের জাম্বু শেখের করা মামলায় স্থাপনা ভাংচুর ও নাশকতা মামলায় ফুলবাড়ী পৌরসভার দু’বারের নির্বাচিত কাউন্সিলর মোঃ মোতাহার আলীকে গত ৩ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত একপত্রে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ সালের ৩১ এর উপধারার (১) মোতাবেক আদালত চার্জশীট গ্রহণ করায় দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৬ন ওয়ার্ড কাউন্সিল মোঃ মোতাহার আলীক সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দেন।
সাময়িক বরখাস্তের রিট আবেদনের প্রেক্ষিতে গত বুধবার হাইকোর্টের ৮নং বেঞ্চের বিচারপতি সৈয়দ দস্তগীর ও আতিউর রহমান খান দুপুর সাড়ে ১২টায় টায় স্থগিতাদেশ প্রদান করেন।