দিনাজপুরের ঢেপা নদীতে দেশীয় প্রজাতির মা মাছের অভয়াশ্রম অত্রাঞ্চলে আমিষের চাহিদা পূরণের সম্ভাবনা
https://www.obolokon24.com/2017/04/dinajpur_51.html
মোঃ আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীর সুইচ গেট সংলগ্ন মরা নদীতে দেশীয় বিভিন্ন প্রজাতির মা মাছের অভয়াশ্রম। বৈশাখ মাসের শেষে মা মাছগুলো ডিম ছাড়বে। এই ডিমগুলো থেকে লক্ষ লক্ষ পোনা মাছ সৃষ্টি হয়ে অত্রাঞ্চলে আমিষের চাহিদা পূরণ করবে। সরজমিনে দেখা যায়, উক্ত অভয়াশ্রমে রুই, কাতলা, মৃগেল, কালবাউস ও বোয়াল মাছসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মা মাছগুলো বৈশাখ মাসের শেষের দিকে ডিম ছাড়ার পর পোনা মাছগুলো নদীতে পানি ভরে গেলে চারদিকে ছড়িয়ে পড়বে। এতে করে দেশীয় মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পাবে। ফলে অত্রাঞ্চলের আমিষের চাহিদা পূরণ হবে। এতে করে স্থানীয় জেলেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দিনাজপুর জেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে বীরগঞ্জ উপজেলা পরিষদের সহযোগিতায় ঢেপা নদীতে মৎস্য অভয়াশ্রম প্রকল্পের বাস্তবায়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এলাকাবাসীরা জানায় বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম মৎস্য অভয়াশ্রম দেখভাল করছেন এবং সার্বক্ষনিক দেখাশুনা করার জন্য ৫ জন পাহারাদার রেখেছেন। যাতে করে মা মাছগুলো কেউ ধরতে না পারে। দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা শাহ্ ইমাম জাফর সাদেক আমাদের প্রতিনিধিকে জানান, এ ধরনের মৎস্য অভয়াশ্রম টিকিয়ে রাখা দরকার। তাহলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পাবে। এ বিষয়ে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন।