ফুলবাড়ীতে দরিদ্র গর্ভবতী ও দুগ্ধদায়ী মায়েদের ভাতা কার্ড বিতরণ
https://www.obolokon24.com/2017/04/dinajpur_30.html
মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে এই প্রথম সরকারের ল্যাকটেটিং মাদারা সহায়তা প্রকল্পের আওতায় দরিদ্র গর্ভবতী ও দুগ্ধদায়ী মায়েদের ভাতা কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে মহিল ও শিশু বিষয়ক দপ্তরের উদ্যোগে বেলা ১১টা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলারদের মাধ্যমে কর্মজীবি ল্যাকটেটিং মাদারা সহায়তা প্রকল্পের আওতায় দরিদ্র গর্ভবতী ও দুগ্ধদায়ী মায়ের হাতে এই ভাতা কার্ড তুলে দেয়া হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৩শ’ মায়েরা এই কার্ড পেয়েছেন। ফুলবাড়ী মহিলা ও শিশু বিষয়ক দপ্তরের ক্রেডিট সুপারভাইজার আমিনুল ইসলাম জানান, ২০ বছরের উর্ধে দরিদ্র, প্রতিবন্ধ ও কর্মজীবি মা শর্তসাপেক্ষে এই ভাতা পাওয়ার উপযুক্ত হবেন। একইসাথে প্রথম ও দ্বিতীয় সন্তান জন্ম বা গর্ভাবস্থায় সর্বচ্চ ২৪ মাসের জন্য প্রতিমাসে ৬শ’ টাকা হিসেবে এই ভাতা পাবেন।উল্লেখ্য পরবর্তী সময়ে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ের ওই প্রকৃতি ৮০ জন মা এই ভাতা কার্ড পাবেন।