ফুলবাড়ীতে ইন্টার ফেইস সভা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2017/04/dinajpur_19.html
মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়ন পরিষদে বেসরকারী সংস্থা পল্লীশ্রী উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীতে অতি দরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চত করণে ইন্টার ফেইস সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় উপজেলার কাজিহাল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ওয়ার্কিং কমিটির সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইন্টার ফেইজ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মানিক রতন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার আকতারুজ্জামান এবং অন্যান্যের বক্তব্য রাখেন ইউপি সচিব মোহাম্মদ আলী, প্রকল্প সমন্বয়কারী ময়নুল হক বাপ্পী, মনিটরিং এন্ড এভায়লুয়েশন অফিসার, ওয়ার্ল্ড ভিশন এর এসএসিসি রেজাউল করিম রেজা প্রমূখ।
অনুষ্ঠানে কমিউনিটি ডেভলপমেন্ট সুপারভাইজার জান্নাতুল ফেরদৌস মুক্তা, রুবেল হাসান, রওশন আরা, রাধা রাণীসহ প্রকল্পের সিএসও সদস্য ৬ জন এবং এফজিডি সদস্য ২০ জন।
উল্লেখ্য অনুষ্ঠানটি বাস্তাবয়নে ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রী ও পামডো।