ফুলবাড়ীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
https://www.obolokon24.com/2017/04/dinajpur_18.html
মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপির অংশগ্রহনে র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন,১৯৭১ সালের এই দিনে,বিপ্লবী জনতার রায়ে মুজিবনগরের আম্রকাননে অস্থায়ী সরকারের শপথের মধ্যদিয়ে বাঙ্গালী জাতি তাদের কাঙ্খিত স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি হায়দার আলী শাহ,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন,বেতদিঘী ইউপির চেয়ারম্যান শাহ্ আব্দুল কুদ্দুস, ফুলবাড়ী আওয়ামী যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজেন্দ্র প্রসাদ সম্ভু, সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান মিজান ও সৈয়দ হাসান মেহেদি রুবেল প্রমুখ।
উল্লেখ্য যে,১৯৭১ সালের ১৭ এপ্রিল সকালে মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি,সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহম্মেদ প্রধান মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় সেসময় ওই স্থানটিকে মুজিবনগর নাম দিয়ে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষনা করা হয়।