দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি পরিবার সর্বশান্ত

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ রানা

দেবীগঞ্জ উপজেলার  ১০টি পরিবারের  ১০টি ঘর আগুনে পুরে ছাই হয়েগেছ। এতে ক্ষতিগ্রস্থ  হয়ছে প্রায় ১০ লক্ষ টাকার মত।  বুধবার দুপুের উপজেলার সোনারহার ইউনিয়নের পূর্ব সরকার পাড়ায় এই ঘটনাটি  ঘটে। ক্ষকিগ্রস্থ পরিবারের পক্ষে থেকে জানাযায়  দুপুরে রান্না করার পর চুলার আগুন না নিভিয়ে রাখার কারনে জাকারীয়ার রান্না ঘর থেকে সুত্রপাত হয় এবং বাতাসে গতি থাকায় ধীরেধীরে আগুন চারপাশ ছরিয়েপরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনতে না পারলে  পরে ফায়ারসার্ভিসকে খবর দেয়।
ডোমার উপজেলার ফায়ারসার্ভিস আসার আগেই ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই ১০টি পরিবারের।
বিকালে ঘটনা স্থল পরিদর্শন করেন নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, দেবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু খায়ের,উপজেলা ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও ত্রাণ কর্মকর্তা রোকনুজ্জামান রোকন,এসময় ১০টি পরিবারকে শুকনা খাবার ও কম্বল দেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6788363147496178589

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item