পঞ্চগড় কায়েতপাড়ায় মৃত বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী কায়দায় ভাংচুর ও অগ্নিসংযোগ

মোঃ তোফাজ্জল হোসেন তোতা, পঞ্চগড়  প্রতিনিধিঃ
পঞ্চগড় কায়েতপাড়ায় মৃত বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী কায়দায় ভাংচুর, অগ্নিসংযোগ ও মারপিট করে মৃত বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের বিধবা স্ত্রীকে প্রাণ নাশের হুমকী দেয় ১। মোঃ রবিউল ইসলাম বারি(৩৮), ২। ছবি(৩৫), ৩। রকি (২২), ৪। সম্পা(২৫), ও ৫। রোজি (৪০)। এদের সকলের পিতা মোঃ আব্দুল মজিদ, গ্রাম-কায়েতপাড়া (উপজেলা পরিষদ মোড়), পঞ্চগড়। এই অসহায় পরিবারটি গরিব বলে তাদের উপর এই সন্ত্রাসীরা বিনা কারণে যখন তখন প্রাণ নাশের হুমকী দিয়ে আসত। বাড়িতে হামলা ও অগ্নী সংযোগ করে এবং বাড়ি ছেড়ে চলে যেতে হুমকী প্রদর্শন করে। গত ৩০/০৩/২০১৭ ইং তারিখ রোজ শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে যে, এসব সন্ত্রাসীরা ধারালো দেশীয় অস্ত্র হাতে বীর মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে ও বিধবা স্ত্রীর উপর অত্যাচার ও মারপিট চালাচ্ছে। সন্ত্রাসীরা অস্ত্র হাতে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের বাড়ি ভাংচুর করছে। ঐ সময় এলাকার লোকজন  সাংবাদিকদের ফোন করলে ঘটনাস্থলে সাংবাদিকরা গিয়ে সন্ত্রাসীদের আলামত এবং তাদের সন্ত্রাসী কর্ম কান্ডের ভিডিও চিত্র ক্যামেরায় ধারণ করেন। সেখানকার স্থানীয় লোকজন জানান এদের সংগে প্রায়ই এই সন্ত্রাসীরা লেগে থাকে। এ বিষয়ে যারা স্বাক্ষী দেন তারা হলেন মোঃ ইয়াসিন আলী, মোঃ ইসমাইল হোসেন, মোছাঃ বিথী ও মোছাঃ শারমিন ছাড়াও আরও অনেকে।এলাকাবাসী জানায়,যেসব মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে এ দেশকে পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করে আমাদের স্বাধীন ভাবে চলার জন্য জীবন দিয়ে গেছেন। এখন তাদের বাড়িতে সন্ত্রাসীরা আগুন দেবে, ভাংচুর করবে, লুটপাট করবে এটা কিভাবে সম্ভব? প্রশাসন ও এ সমাজের গণ্য মান্য ব্যক্তিদের কাছে বিচার চাইছেন উক্ত মুক্তিযোদ্ধার পরিবারের লোকজন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 1320381510212117385

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item