পীরগঞ্জে জেএসসি তে সাফল্যের শীর্ষে টুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়
https://www.obolokon24.com/2016/12/rangpur_99.html
পীরগঞ্জ উপজেলার ৬ নং টুকুরিয়া ইউনিয়নের টুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ২০১৬ সালে জেএসসি সমাপনী পরীক্ষায় শত ভাগ কৃতিত্বেও সহিত পাশ করা সহ ১৪ জন শিক্ষার্থী গোল্ডেল এ প্লাস, ০৬ জন জিপিএ ৫.০০, ৩৩ জন এ এবং ০৪ জন এ মাইনাস পেয়ে সমগ্র উপজেলায় আলোড়ন সৃষ্টি করেছে। সূত্র মতে জানা গেছে, ১৯৬৮ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিগণ ৫৫ শতাংশ জমির উপর প্রত্যন্ত পল্লী গ্রামের লেখাপড়ার মান উন্নয়নের জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠালগ্ন থেকে তিল তিল কওে গড়ে উঠে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা তিন শতাধিক। বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারেম্যান আতাউর রহমান মন্ডলের সার্বিক নির্দেশনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান মন্ডলের দক্ষ পরিচালনায় ক্লাশ পরীক্ষা ছাড়াও শিক্ষার্থীদেও বিশেষ যতœ নেওয়া হয়। বিভিন্ন জাতীয় দিবস সমূহ যথা যথ মর্যাদায় পালন ছাড়াও সহকারী শিক্ষক নির্মল চন্দ্র, সাইদুর রহমান, রাফিয়া আক্তারা বানু, সুলতানা রাজিয়া সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টা প্রত্যন্ত এলাকায় কাঙ্খিত ফলাফল লাভ করা সম্ভব হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীর তুলনায় অবকাঠামো অপ্রতুল। সরকার থেকে মাল্টিমিডিয়া সহায়তা না পেলেও বিশেষ কৌশলে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাশ নেওয়া হয়। প্রয়োজনীয় সরকারি সহযোগিতা অজো পাড়া গ্রামের পেলে বিদ্যালয়টি দেশের একটি শ্রেষ্ট বিদ্যালয়ে পরিণত হতে পারে বলে এলাকাবাসী জানিয়েছে।