রংপুরে দলিত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সমাবেশ

মামুনুররশিদ মেরাজুল পীরগঞ্জ,রংপুর।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রংপুরে উত্তরাঞ্চলের দলিত ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সমাবেশ ও নলেজ ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পর্যটন মোটেলে অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রিয়সিন্ধু তালুকদার ফিতা কেটে উদ্বোধন করেন।হেক্স-ইপার বাংলাদেশের সহযোগিতায় নেটওয়ার্ক অব নন-মেইনস্ট্রিমড মারজিনালাইজড কমিউনিটিজ (এনএনএমসি) সংস্থা এ আয়োজন করা হয়।আলোচনা সভায় এনএনএমসির সভাপতি সজল কুমার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান ও অন্যদের মধ্যে সুশাসনের জন্য নাগরিক সুজনের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ খন্দকার ফকরুল আলম বেঞ্জু, হেক্স-ইপার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনএনএমসির কো-অর্ডিনেটর সারা মান্ডারী, গ্রাম বিকাশ কেন্দ্রের প্রধান নির্বাহী মোয়াজ্জেম হোসেন, সার্পের পরিচালক হিমাংসু চন্দ্র, আদিবাসি নেতা ফিলিমন বাস্কে, এডওয়ার্ড হেমব্রম, ভানু বাসফোড়, ছবি বেগম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে উত্তরাঞ্চলের দলিত ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ৫ শতাধিক সদস্য অংশ নেন। নলেজ ফেয়ারে দলিত ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদের নিয়ে কাজ করা নয়টি এনজিও কার্যক্রমের নয়টি স্টল স্থান পায়।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 3554070968669864599

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item