রংপুরে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু
https://www.obolokon24.com/2016/12/rangpur_57.html
মামুনুর রশিদ মেরাজুল,পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে অগ্নিদগ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত রনি মহন্ত (৩০) রংপুরের বদরগঞ্জ পৌরসভার সাহাপুর ্রগামের লক্ষ্মণ মহন্তের ছেলে।”রনির বড় ভাই গোপাল মহন্ত জানান, “তিন বছর আগে বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের হাজীপুর পাঁচতেপুথি এলাকার দীপক মহন্তের মেয়ে অষ্টমী রানীর সঙ্গে রনির বিয়ে হয়।“সম্পর্ক খারাপ হতে থাকলে এখন থেকে আট মাস আগে অষ্টমী তার বাবার বাড়ি চলে যান। কয়েকবার তাকে আনতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে রনি। অষ্টমী শ্বশুরবাড়ি ফিরে আসবেন জানিয়ে বুধবার রাতে রনিকে মোবাইল ফোনে ডেকে নেন। সকালে খবর পেয়ে হাসপাতালে এসে ভাইয়ের লাশ দেখতে পাই।”অষ্টমীর বাবা দীপক মহন্ত বলছেন, “আমার মেয়ে রনির সংসার করবে না বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে রনি নিজেই গায়ে কেরোসিন ঢালি দিয়া আগুন ধরে দেয়। এরপর সে পাশের পুকুরে ঝাঁপ দিলে এলাকার লোকজন তাকে উদ্ধার করি হাসপাতালে নিয়া যায়। পরে শুনি রনি মারা গেইচে।”পুলিশ বিষয়টি শুনলেও কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আব্দুর হামিদ বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দগ্ধ রনিকে ভর্তি করা হয়। বেলা সোয়া ১১টায় তার মৃত্যু হয়।“তার শরীরের ২৭ শতাংশ অংশ পুড়ে গেছে। শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান জানান, শুনেছি স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে ব্যর্থ হওয়ায় রনি নিজেই গায়ে আগুন ধরিয়ে দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। কেউ অভিযোগ করেনি তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন ।
রংপুরের বদরগঞ্জে অগ্নিদগ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত রনি মহন্ত (৩০) রংপুরের বদরগঞ্জ পৌরসভার সাহাপুর ্রগামের লক্ষ্মণ মহন্তের ছেলে।”রনির বড় ভাই গোপাল মহন্ত জানান, “তিন বছর আগে বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের হাজীপুর পাঁচতেপুথি এলাকার দীপক মহন্তের মেয়ে অষ্টমী রানীর সঙ্গে রনির বিয়ে হয়।“সম্পর্ক খারাপ হতে থাকলে এখন থেকে আট মাস আগে অষ্টমী তার বাবার বাড়ি চলে যান। কয়েকবার তাকে আনতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে রনি। অষ্টমী শ্বশুরবাড়ি ফিরে আসবেন জানিয়ে বুধবার রাতে রনিকে মোবাইল ফোনে ডেকে নেন। সকালে খবর পেয়ে হাসপাতালে এসে ভাইয়ের লাশ দেখতে পাই।”অষ্টমীর বাবা দীপক মহন্ত বলছেন, “আমার মেয়ে রনির সংসার করবে না বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে রনি নিজেই গায়ে কেরোসিন ঢালি দিয়া আগুন ধরে দেয়। এরপর সে পাশের পুকুরে ঝাঁপ দিলে এলাকার লোকজন তাকে উদ্ধার করি হাসপাতালে নিয়া যায়। পরে শুনি রনি মারা গেইচে।”পুলিশ বিষয়টি শুনলেও কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আব্দুর হামিদ বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দগ্ধ রনিকে ভর্তি করা হয়। বেলা সোয়া ১১টায় তার মৃত্যু হয়।“তার শরীরের ২৭ শতাংশ অংশ পুড়ে গেছে। শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান জানান, শুনেছি স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে ব্যর্থ হওয়ায় রনি নিজেই গায়ে আগুন ধরিয়ে দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। কেউ অভিযোগ করেনি তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন ।