জলঢাকায় ৭ দিনব্যাপী অনুষ্ঠিত "চাঁদমনি" বিজয় ও হস্তশিল্প প্রদর্শনী মেলার সমাপ্তি

মর্তুজা ইসলাম,জলঢাকা  প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় ৭ দিনব্যাপী অনুষ্ঠিত  হস্তশিল্প প্রদর্শনী ও বিজয় মেলার সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চাওড়াডাঙ্গী স্কুল এন্ড কলেজে মাঠে  হতদরিদ্র পরিবারের ঝড়ে পড়া এতিম কন্যাশিশুদের আপন ঠিকানা "চাঁদমনি"র উদ্যোগে আয়োজিত এ মেলা র‍্যাফেল ড্র এর মধ্য দিয়ে শেষ হয়। এবারের মেলায় উপচে পড়া দর্শনার্থীদের মুল আকর্ষন ছিল পুতুল নাচ , ট্রেন খেলা, নাগরদোলা, মটর সাইকেল (মৃত্যুকুপ) ও যাদু প্রদর্শনীসহ বিভিন্ন ধরনের স্টল।বিকেল হলেই দর্শনার্থীর ভীড়ে মেলা হয়েছিল মুখরিত। "চাঁদমনি"তে আশ্রিত মেয়েদের আনন্দ বিনোদনের জন্যই ঐতিহ্যবাহী এ মেলাটি প্রতি ২ বছর পর পর হয়ে থাকে।
তবে অন্যান্য বছরের তুলনায় এবারে মেলা  ব্যাপক সুনাম অর্জন করেছে বলে জানিয়েছে একাধিক দর্শনার্থী ।  উদ্বোধনী অনুষ্ঠানে স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা,  দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর  আহমেদ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ রাশেদুল হক প্রধানের উপস্হিতি মেলার আকর্ষন বাড়িয়ে তোলে বলে জানান মেলা কমিটির সদস্য সাবেক শিক্ষক রেয়াজুল মাষ্টার। এছাড়াও উপস্হিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান। "চাঁদমনি" প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব পিজিরুল আলম দুলালের সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরো উপস্হিত ছিলেন পৌর আ'লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত, স্কুলের সভাপতি সাব্বির হাসান মানিক অধ্যক্ষ মনমথ রায়,  উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের প্রমুখ।

পুরোনো সংবাদ

নীলফামারী 4711287364857145341

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item