জলঢাকায় আইএফএম ও বেড প্লান্টার মাঠ দিবস অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস, জলঢাকার আয়োজনে আইএফএমসি প্রকল্পের আওতায় কৈমারী ইউনিয়নের চেংমারী ডাঙ্গাপাড়া গ্রামে কৃষক মাঠ স্কুলের সমাপনী দিবস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্ত্বে উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আজমল আলম। বিপুল সংখ্যক কৃষকের উপস্থিতিতে প্রথমে বেড প্লান্টার মেশিন দিয়ে গম বীজ বপন প্রদর্শন করা হয়। এরপর আইএফএম কৃষক মাঠ স্কুলের আধুনিক কৃষি প্রযুক্তি সম্বলিত ০৬ টি স্টল পরিদর্শন করা হয়। বক্তারা প্রদর্শিত আধুনিক কৃষি প্রযুক্তি সমূহের গুরুত্ব এবং গ্রহনের ব্যাপারে কৃষকদের উৎসাহ প্রদান করেন। বিকালে ডাউয়াবাড়ী এলাকার হাজীপাড়া গ্রামে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বেড প্লান্টার যন্ত্রের মাধ্যমে গম বপন প্রদর্শন ও  মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকনুজ্জামান খোকনের সভাপতিত্ত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক। প্রধান অতিথি কৃষিতে যান্ত্রিকীকরণের উপর গুরুত্বারোপ করে বেড প্লান্টার যন্ত্রের বিস্তারিত আলোচনা করেন এবং কৃষক বান্ধব সরকার ৩০% ভর্তুকীতে এসব যন্ত্র কৃষকদের দেয়ার সুযোগের বিষয়টি তুলে ধরেন। মাঠ দিবসসমূহে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারী, এলাকার ইউপিসদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 6433151517657397617

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item