সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের ৪৬টি পদ শূন্য
https://www.obolokon24.com/2016/12/gaibandha_84.html
নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ::
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৪৬টি পদ শূন্য রয়েছে। এছাড়াও সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৫১টি। ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সুন্দরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৫০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ২৫০ জন প্রধান শিক্ষক থাকার কথা। কিস্তু বর্তমানে প্রধান শিক্ষক আছে ২০৪ জন। শূন্য রয়েছে ৪৬টি পদ। এছাড়াও সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ৫১টি। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকেরা বিপাকে পড়েছেন। প্রশাসনিক কাজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের উপজেলা পরিষদে যেতে হচ্ছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে ক্লাস নেওয়ার সুযোগ কম পান। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন যেসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই সেসব শিক্ষা প্রতিষ্ঠানে জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনীয় শিক্ষক চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হয়েছে।এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ হলে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পদ শূন্য রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দেওয়া হবে।