নীলফামারীতে জেলা পরিষদ নির্বাচনে ৪ সদস্য প্রার্থীর সমান ভোট॥ লটারী মাধ্যমে ফলাফল নির্ধারন

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৮ ডিসেম্বর॥
  জেলা পরিষদ নির্বাচনে নীলফামারীর ৭ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডে চার প্রার্থীর সমান সমান ভোট পড়েছে। আজ বুধবার নির্বাচন শেষে ভোট গননার পর এই ফলাফল পাওয়া যায়। বুধবার নির্বাচন শেষে ভোটগগনার পর  জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থাপিত কন্ট্রোল রুমে লটারীর মাধ্যমে বেসরকারীভাবে ফলাফল ঘোষনা করেন নির্বাচনের জেলা রির্টানীং অফিসার জেলা প্রশাসক জাকীর হোসেন। 
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ডোমার পৌরসভা, ডোমার সদর, হরিনচড়া ও সোনারায় ইউনিয়ন নিয়ে গঠিত ৭ নম্বর ওয়াডে সাধারন সদস্য প্রার্থী ছিলেন ৫ জন। ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ৫৩ জন।
এই ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান চৌধুরী (হাতি) ও মিজানুর রহমান (টিউবয়েল) ২২ করে ভোট পান।
অপর দিকে চওরা বড়গাছা,গোড়গ্রাম,পলাশবাড়ি ও লক্ষ্মীচাপ ইউনিয়ন নিয়ে গঠিত ৭ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিল ৬ জন। এদের মধ্যে মাহবুব জর্জ (অটোরিক্সা) ও মন্টু চন্দ্র সরকার (ঘুড়ি) ভোট পায় ১৬ করে। পরে প্রার্থী ও উপস্থিত সকলের সামনে লোটারীর মাধ্যমে বিজয়ী হন ৭ নম্বর ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান চৌধুরী (হাতি) ও ৮ নম্বর ওয়ার্ডে মাহবুব জর্জ (অটোরিক্সা)।

পুরোনো সংবাদ

নীলফামারী 8503898573809092069

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item