এশিয়ান ভলিবলে চ্যাম্পিয়ন জাতীয় দলের সদস্য কাঞ্চনের গ্রামের বাড়ি চিলাহাটীতে উল্লাস

নিজস্ব প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে এশিয়ান সিনিয়র সেন্ট্রাল জোনের এই প্রতিযোগতার ফাইনালে স্বাগতিকরা ৩-০ সেটে কিরগিজস্তানকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাস করে।সেই উল্লাসে উল্লাসিত,উচ্ছাসিত এবং আনন্দিত নীলফামারীর ডোমারের চিলাহাটী। কারন কিরগিজস্তানকে হারানো লাল-সবুজের  জাতীয় দলে ছিল তাদেরই কৃতি সন্তান ইমরান প্রধান কাঞ্চন ।কেতকীবাড়ি প্রধান পাড়ার রঞ্জু প্রধানের ছেলে কাঞ্চনের ভলিবল খেলার হাতেখড়ি চিলাহাটী কলেজ মাঠে।এক সময় এই মাঠেই কাঞ্চন তুখোড় খেলোয়ার হয়ে উঠে।পাশ্ববর্তী এলাকা থেকে খেলার জন্য ডাক পড়ে তার।একসময় ঢাকার তিতাস গ্যাস টিমে খেলার সুযোগ আসে।আর এবার লাল-সবুজের  জাতীয় দলে খেলার সুযোগ পাওয়ায় আগে থেকে খুশী তার এলাকার মানুষজন।তবে মঙ্গলবার তার দল চাম্পিয়ান হওয়ায় এখন উল্লাসের ছড়াছড়ি, আনন্দের মাখামাখি। হাসি ফিরেছে বন্ধু-স্বজন-গ্রামবাসীর মুখে। ফেসবুক স্টাটাসে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন কাঞ্চনকে।তার এলাকার মোস্তাফিজুর রহমান সুজন লিখেছেন-বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে। এই চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য নীলফামারী জেলার ছোট্ট মফস্বল শহর চিলাহাটির কৃতি সন্তান,শ্নেহভাজন ছোট ভাই "কাঞ্চন প্রধান" তার সফলতায় আন্তরিক অভিনন্দন। সে আমাদের গর্ব,আমাদের অহংকার।মোকাদ্দেস লিটু কাঞ্চন সম্পর্কে বলেছেন প্রবল ইচ্ছে শক্তি ও পরিশ্রম থাকলে সফলতা আসে তার প্রমান কাঞ্চন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8484579039545731282

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item