ডিমলায় ৪ জুয়ারুর কারাদন্ড
https://www.obolokon24.com/2016/12/dimla_56.html
জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় ৪ জুয়ারুকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার(৩১ ডিসেম্বর) বিকেলে আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) মিল্টন চন্দ্র রায় এই কারাদন্ড প্রদান করেন।জুয়ারুরা হলেন; উপজেলার পচার হাট গ্রামের মোজাম উদ্দিনের পুত্র মমিনুর (৩০), মোঃ কফুর উদ্দিনের পুত্র খলিল উদ্দিন (২৮), নাউতরা নিজপাড়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র শাহাবুল (২৬) ও জলঢাকার চিরা ভিজা গোলনার গ্রামের আলি মামুদের পুত্র মমিনুল ইসলাম (৩০)।ডিমলা থানা সুত্রে জানা গেছে,শুক্রবার রাতে উপজেলার পচার হাট গ্রামের জুয়া আসর থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্ররায় ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন এর ৪ ধারায় প্রত্যেককে ৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
নীলফামারীর ডিমলায় ৪ জুয়ারুকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার(৩১ ডিসেম্বর) বিকেলে আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) মিল্টন চন্দ্র রায় এই কারাদন্ড প্রদান করেন।জুয়ারুরা হলেন; উপজেলার পচার হাট গ্রামের মোজাম উদ্দিনের পুত্র মমিনুর (৩০), মোঃ কফুর উদ্দিনের পুত্র খলিল উদ্দিন (২৮), নাউতরা নিজপাড়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র শাহাবুল (২৬) ও জলঢাকার চিরা ভিজা গোলনার গ্রামের আলি মামুদের পুত্র মমিনুল ইসলাম (৩০)।ডিমলা থানা সুত্রে জানা গেছে,শুক্রবার রাতে উপজেলার পচার হাট গ্রামের জুয়া আসর থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্ররায় ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন এর ৪ ধারায় প্রত্যেককে ৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।