দিনাজপুরে গণমাধ্যম কর্মীদের সাথে ব্রাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2016/12/brac.html
আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর জেলা ব্রাক লানির্ং সেন্টার বাঁশেরহাট কার্যালয়ে বৃহস্পতিবার সমন্বিত উন্নয়ন কর্মসূচী ইনডেনাস প্রকল্পের আয়োজনে জেলা পর্যায়ে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় আদিবাসীদের অধিকার ও জীবিকা শীর্ষক মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ব্যবস্থাপক নির্মল কেরকেটা, আদিবাসীদের উন্নয়নে ব্রাকের কার্যক্রম অবহিত করেন। ব্রাক হেড অফিস সিনিয়র ব্যবস্থাপক আলবেরিকুশ খালকো। আদিবাসী অধিকার ও জীবিকা সমন্ধে অবহিত করেন এডভোকেট ও কনসালটেন্ট অব আইন মাইকেল বি-মালো। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কামরুল হুদা হেলাল, জিনাত রহমান, সালাহউদ্দিন আহমেদ, একরামুল হক চঞ্চল, সানি, ফুলাল প্রমুখ। আলোচনায় আদিবাসীদের অধিকার ও জীবিকা সম্পর্কে নানা সমস্যা নিয়ে আলোকপাত করা হয়।
দিনাজপুর জেলা ব্রাক লানির্ং সেন্টার বাঁশেরহাট কার্যালয়ে বৃহস্পতিবার সমন্বিত উন্নয়ন কর্মসূচী ইনডেনাস প্রকল্পের আয়োজনে জেলা পর্যায়ে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় আদিবাসীদের অধিকার ও জীবিকা শীর্ষক মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ব্যবস্থাপক নির্মল কেরকেটা, আদিবাসীদের উন্নয়নে ব্রাকের কার্যক্রম অবহিত করেন। ব্রাক হেড অফিস সিনিয়র ব্যবস্থাপক আলবেরিকুশ খালকো। আদিবাসী অধিকার ও জীবিকা সমন্ধে অবহিত করেন এডভোকেট ও কনসালটেন্ট অব আইন মাইকেল বি-মালো। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কামরুল হুদা হেলাল, জিনাত রহমান, সালাহউদ্দিন আহমেদ, একরামুল হক চঞ্চল, সানি, ফুলাল প্রমুখ। আলোচনায় আদিবাসীদের অধিকার ও জীবিকা সম্পর্কে নানা সমস্যা নিয়ে আলোকপাত করা হয়।