পীরগাছায় মাথাপিছু ১৩ কেজি আলু বীজ বরাদ্ধ
https://www.obolokon24.com/2016/11/rangpur_866.html
ফজলুর রহমান,পীরগাছা(রংপুর) ঃ
রংপুরের পীরগাছায় সরকারীভাবে বরাদ্ধপ্রাপ্ত আলু বীজ আগ্রহী কৃষকদের মাঝে মাথাপিছু ১৩ কেজি করে বন্টন করা হয়। চাহিদার চেয়ে বরাদ্ধ অপ্রতুল হওয়ায় কৃষকরা আলু চাষে আগ্রহী হারিয়ে ফেলছে।
তথ্যে জানা যায়, উপজেলার দুটি চরাঞ্চলসহ বিশাল মাঠ জুড়ে আলু চাষ হয়ে থাকে। এলাকার আলুচাষীগন ভাল বীজ সংগ্রহের আশায় উপজেলা কৃষি অফিসে আলু বীজ প্রাপ্তির জন্য আবেদন করেন। এতে কৃষি অফিসে ৭শত ২৯ জন কৃষক আলুর বীজ সংগ্রহ করার জন্য আবেদন করে। এ উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বীজ বিপনন শাখা রংপুর থেকে ১০ হাজার কেজি আলু বীজ বরাদ্ধ দেয়া হয়। বরাদ্ধ অনুযায়ী উপজেলায় আবেদনকারী কৃষকের মাঝে বন্টন হলে মাথাপিছু ১৩ কেজি ৭১গ্রাম করে ভাগে পড়ে। যা চাহিদার তুলনায় বরাদ্ধ অপ্রতুল বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানান। চাহিদা কম থাকায় অনেক কৃষক হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। উত্তর তাম্বুলপুর গ্রামের আলু চাষী কৃষক ইয়াকুব আলী জানান, আমি অফিসে আবেদন করেছি তাই আমার জন্য অফিস কর্র্তৃক ১৩ কেজি আলু বীজ বরাদ্ধ হয়েছে। বরাদ্ধ প্রাপ্ত ১৩ কেজি আলু বীজ সংগ্রহের জন্য একদিন রংপুরে অফিসে গিয়ে ঘুরে এসেছি, চরম হয়রানীতে ভূগতে হবে সেই ভেবে আর যাইনি।
রংপুরের পীরগাছায় সরকারীভাবে বরাদ্ধপ্রাপ্ত আলু বীজ আগ্রহী কৃষকদের মাঝে মাথাপিছু ১৩ কেজি করে বন্টন করা হয়। চাহিদার চেয়ে বরাদ্ধ অপ্রতুল হওয়ায় কৃষকরা আলু চাষে আগ্রহী হারিয়ে ফেলছে।
তথ্যে জানা যায়, উপজেলার দুটি চরাঞ্চলসহ বিশাল মাঠ জুড়ে আলু চাষ হয়ে থাকে। এলাকার আলুচাষীগন ভাল বীজ সংগ্রহের আশায় উপজেলা কৃষি অফিসে আলু বীজ প্রাপ্তির জন্য আবেদন করেন। এতে কৃষি অফিসে ৭শত ২৯ জন কৃষক আলুর বীজ সংগ্রহ করার জন্য আবেদন করে। এ উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বীজ বিপনন শাখা রংপুর থেকে ১০ হাজার কেজি আলু বীজ বরাদ্ধ দেয়া হয়। বরাদ্ধ অনুযায়ী উপজেলায় আবেদনকারী কৃষকের মাঝে বন্টন হলে মাথাপিছু ১৩ কেজি ৭১গ্রাম করে ভাগে পড়ে। যা চাহিদার তুলনায় বরাদ্ধ অপ্রতুল বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানান। চাহিদা কম থাকায় অনেক কৃষক হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। উত্তর তাম্বুলপুর গ্রামের আলু চাষী কৃষক ইয়াকুব আলী জানান, আমি অফিসে আবেদন করেছি তাই আমার জন্য অফিস কর্র্তৃক ১৩ কেজি আলু বীজ বরাদ্ধ হয়েছে। বরাদ্ধ প্রাপ্ত ১৩ কেজি আলু বীজ সংগ্রহের জন্য একদিন রংপুরে অফিসে গিয়ে ঘুরে এসেছি, চরম হয়রানীতে ভূগতে হবে সেই ভেবে আর যাইনি।