শুরু হয়েছে আমন কাটামাড়াই মৌসুম
https://www.obolokon24.com/2016/11/rangpur_85.html
হাবিবুর রহমান সেলিম ,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে শুরু হয়েছে আমন ধান কাটামাড়াই মৌসুম। তবে পুরদমে কাটামাড়াই শুরু হতে সপ্তাহ খানেক সময় লাগবে। ইতিমধ্যে অঞ্চলের কৃষকরা বাড়ী সংলগ্ন উচু ভিটে ডাঙ্গা জমিতে রোপন কৃত আগাম জাতের আমন ধান কেটে ঘরে তুলেছেন। জানা গেছে কৃষি নির্ভরশীল এলাকা পাগলাপীর অঞ্চলটি। চলতি মৌসুমে পাগলাপীর অঞ্চলের কৃষকরা শষ্য জমিতে নানা প্রতিকুলতার মধ্য দিয়ে আমনা ধানের বাম্পার ফলন ফলিয়েছেন। এখন অঞ্চল জুড়ে চলছে ধান কাটামাড়াই মৌসুম। ফলে কৃষক-কৃষানী সহ কৃষি শ্রমিকরা ধান কাটামাাড়াইয়ে ব্যাস্ত সময় পার করছেন।
রংপুরের পাগলাপীরে শুরু হয়েছে আমন ধান কাটামাড়াই মৌসুম। তবে পুরদমে কাটামাড়াই শুরু হতে সপ্তাহ খানেক সময় লাগবে। ইতিমধ্যে অঞ্চলের কৃষকরা বাড়ী সংলগ্ন উচু ভিটে ডাঙ্গা জমিতে রোপন কৃত আগাম জাতের আমন ধান কেটে ঘরে তুলেছেন। জানা গেছে কৃষি নির্ভরশীল এলাকা পাগলাপীর অঞ্চলটি। চলতি মৌসুমে পাগলাপীর অঞ্চলের কৃষকরা শষ্য জমিতে নানা প্রতিকুলতার মধ্য দিয়ে আমনা ধানের বাম্পার ফলন ফলিয়েছেন। এখন অঞ্চল জুড়ে চলছে ধান কাটামাড়াই মৌসুম। ফলে কৃষক-কৃষানী সহ কৃষি শ্রমিকরা ধান কাটামাাড়াইয়ে ব্যাস্ত সময় পার করছেন।