জাপানি নাগরিক হত্যা মামলা: আসামি পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।

রংপুর অফিসঃ

রংপুরে জাপানি নাগরিক ওসি কুনিও হত্যা মামলার আসামিদের পক্ষে মামলা পরিচালনা করার জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত আগামী ১৫ নভেম্বর মামলার অভিযোগ গঠনের জন্য তারিখ ধার্য করেছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১২ টায় রংপুরের স্পেশাল জজ নরেশ চন্দ্র সরকার এ আদেশ প্রদান করেন।সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক জানান, আসামিদের পক্ষে কোনও আইনজীবী না থাকায় স্টেট ডিফেন্স হিসেবে আইনজীবী নিয়োগ করার আদেশ দিয়েছেন বিচারক।এর আগে বৃহস্পতিবার সকালে কঠোর পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে আটক পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। বিচারক আসামিদের পক্ষে কোনও আইনজীবী আছে কিনা জানতে চাইলে আসামিরা আইনজীবী নেই বলে জানায়। পরে বিচারক আসামিদের পক্ষে মামলা পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করার নির্দেশ দেন।উল্লেখ্য,  গত বছরের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে জাপানি নাগরিক ওসি কুনিওকে গুলি করে হত্যা করে দুবৃর্ত্তরা। এ ঘটনায় কাউনিয়া থানার পরিদর্শক মামনুর রশীদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীকালে পুলিশ মাসুদ রানা নামে এক জেএমবির সদস্যকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে জাপানি নাগরিককে হত্যার দায় স্বীকার করে। পরবর্তীতে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তদন্ত শেষে জেএমবির ৮ জঙ্গির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আসামিরা হলো,  মাসুদ রানা , এছাহাক আলী , লিটন মিয়া , আবু সাঈদ , সাদ্দাম হোসেন আহসান উল্লাহ আনছারী, নজরুল ইসলাম ওরফে বাইক হাসান  ও সাখাওয়াত হোসেন।

পুরোনো সংবাদ

রংপুর 6755775480425038611

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item