রংপুর জেলা পরিষদের নির্বাচনে ৩ নং ওয়ার্ড সদস্য পদে মনোনয়ন নিয়ে কোন্দল চরমে

স্টাফ রিপোর্টার॥

আসন্ন রংপুর জেলা পরিষদ নিবাচর্নকে ঘিরে  ৩নং ওয়ার্ডের সদস্য পদে দলীয় মনোনয়ন নিয়ে আ”লীগের কোন্দল চরমে। রংপুর জেলা পরিষদের নির্বাচনে ৩ নং ওয়ার্ড ব্যতিত সকল ওয়ার্ডে প্রায় দল চুড়ান্ত করেছে। কিন্তু শুধু ৩ নং ওয়ার্ড ভিআইপি ওয়ার্ড হওয়ায় দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জোর তদবির বেশি লক্ষ করা যাচ্ছে। আসছে ২৮ডিসেন্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে । নির্বাচনে ১জন চেয়ারম্যান,  ১৫টি ওয়ার্ডে ১৫ জন সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য ৫ জন নির্বাচিত হবেন।  নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি নাম চুড়ান্ত করে দিলেও সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে এখনও মনোনয়ন না দেয়ায় মনোনয়ন প্রত্যাশীরা চরম উৎকন্ঠা আর উত্তেজনার মধ্য দিয়ে সময় পার করছেন। আর এ সুযোগে নির্বাচনে প্রতিযোগি কমানোর চেষ্টায় নানা রকম ফন্দি ফিকির ও হুমকি দেয়ার মতো ঘটনা ঘটছে। মনোনয়ন প্রত্যাশীরা কেউ কেউ দলের মনোয়নের হাল ছেড়ে দিয়ে সতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন  সুত্রে জানা যায়, সদস্য পদে দলীয় মনোনয়নের জন্য দলের কাছে আবেদন করেছেন  বীরমুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের সন্তান ও ছাত্র নেতা মরহুম শহীদ হোসেন শামীমের ভাই, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক হাজী মারুফ, জেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববির এর স্বামী সিরাজুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশন থেকে সদ্য পদত্যাগ করা ও ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, আওয়ামী নেতা মানিক, চন্দন পাট যুবলীগের নেতা আল-আমিন, ওয়ার্ড আওয়ামীলীগের নেতা খন্দকার লিটন, সাবেক ছাত্রনেতা ডলারসহ অনেকে জোর তদবির চালাচ্ছেন। এদিকে ১,২,৩ নং ওয়ার্ড মিলে ১ নং সংরক্ষিত মহিলা সদস্য পদে সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান এর স্ত্রী, মানবধিকার কর্মী ও নারীনেত্রী পারভীন আক্তার, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম এর স্ত্রী সাবেক খেলোয়ার আইরিন আলম, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি নবীউল্লাহ পান্নার স্ত্রী ও জেলা মহিলালীগের নেত্রী নাজিয়া পারভীন, মহানগর মহিলালীগের নেত্রীসহ অনেকে মনোনয়ন পাওয়ার জোর তদবির চালাচ্ছেন। প্রকাশ্যে কেউ মুখ না খুললেও দলের মনোনয়ন পাওয়ার জন্য ভিতরে ভিতরে তদবিরের পাশাপাশি মাঠে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন।

পুরোনো সংবাদ

রংপুর 2172189221780526125

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item