খোলে ১১টায়, ছুটি ৩টায়! পীরগঞ্জের বড়আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ

গতকাল বুধবার। সকাল ১০ টা ৫৪ মিনিট। পীরগঞ্জের বড় আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুম ও অফিস কক্ষে তালা তখনো ঝুলছিল। ওই সময় ছাত্ররা মাঠে মার্বেল খেলছিল। ছাত্রীরা বারান্দায় বসে আছে। সাংবাদিক পরিচয় পেয়েই এক ছাত্র বিদ্যালয়টির সহকারী শিক্ষক রেজাউল করিমের বাড়ীতে গিয়ে ডেকে আনে। হতচকিয়ে শিক্ষক রেজাউল করিম চাবি দিয়ে বিদ্যালয়ের তালা খোলে। সেই প্রতিদিন বিদ্যালয়ের তালা খোলা-বন্ধের দায়িত্ব পালন করে বলে স্থানীয়রা জানায়। তালা খোলার পর জাতীয় সঙ্গীত না গেয়েই শিক্ষক রেজাউল একাই জাতীয় পতাকা উত্তোলন করে। স্থানীয় যুবক- কামরুজ্জামান সুমন, জুয়েল ও হাসান মিয়া জানায়, মাষ্টার রেজাউল করিম না থাকলে স্কুলটিই চলতো না। হেড মাষ্টার (বকুল মিয়া) সপ্তাহে ২/১ দিন আসে। তাও দেরীতে। পাগলার মত তার আচরন। স্কুলটি বেলা ৩ টার দিকে ছুটি দেয়া হয়।
জানা গেছে, বড়আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬ পদের মধ্যে প্রধান শিক্ষকসহ ৪জন শিক্ষক রয়েছেন। স্কুলের কাছেই শিক্ষক রেজাউল ইসলামের বাড়ী। ফলে প্রায়ই দেরীতে আসেন প্রধান শিক্ষক বকুল মিয়া, সহকারী শিক্ষক খাদিজা খাতুন ও রুমা খাতুন। বিদ্যালয়টিতে দুই শিফ্টে ক্লাস চলে। প্রথমটি সকাল সাড়ে ৯টায় এবং ২য় শিফ্ট বেলা ১২ টার পর থেকে। কিন্তু গতকালের মত প্রায় দিনই দেরীতে স্কুল খোলা হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানায়। এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বকুল মিয়া বলেন, কাল (মঙ্গলবার) রাতে স্কুল মাঠে ধর্ম সভা হয়েছে। আজ (গতকাল বুধবার) সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। তাই দেরীতে স্কুল খোলা হয়েছে। বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন হয় বলে তিনি দাবী করেন। চতরা ক্লাষ্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি জানিনা। দেরীতে স্কুল খোলার ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল করিম বলেন, ভাই বিষয়টি দেখছি।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2813474194280318405

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item