জাতীয় স্কেলের দাবিতে নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন
https://www.obolokon24.com/2016/11/nilphamari_17.html
ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১৬ নভেম্বর॥
নীলফামারীতে জাতীয় স্কেলের দাবিতে মানববন্ধন করেছেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকগন।
পরে তারা একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন।
নীলফামারী জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যেগে বুধবার(১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে এক ঘণ্টা ব্যাপী ওই মানববন্ধন শেষে সেখানে সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষকগন।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির নীলফামারী জেলা শাখার সভাপতি আবু মুসা ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, সমিতির ডিমলা উপজেলা শাখার সহ সভাপতি আজাহারুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম, জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, ডিমলা উপজেলা শাখার সদস্য আবু বক্কর জাফর প্রমুখ।
পরে তারা প্রধানমন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বরাবরে দেয়া স্বারকলিপি জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের কাছে হস্তান্তর করেন।
বক্তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ৩২ বছর যাবত বিনা বেতনে চাকুরী করে আসছেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল। দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার বেতনের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। বক্তারা শিক্ষকদের দ্রুত জাতীয় স্কেলের দাবি জানান।
নীলফামারীতে জাতীয় স্কেলের দাবিতে মানববন্ধন করেছেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকগন।
পরে তারা একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন।
নীলফামারী জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যেগে বুধবার(১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে এক ঘণ্টা ব্যাপী ওই মানববন্ধন শেষে সেখানে সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষকগন।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির নীলফামারী জেলা শাখার সভাপতি আবু মুসা ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, সমিতির ডিমলা উপজেলা শাখার সহ সভাপতি আজাহারুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম, জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, ডিমলা উপজেলা শাখার সদস্য আবু বক্কর জাফর প্রমুখ।
পরে তারা প্রধানমন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বরাবরে দেয়া স্বারকলিপি জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের কাছে হস্তান্তর করেন।
বক্তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ৩২ বছর যাবত বিনা বেতনে চাকুরী করে আসছেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল। দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার বেতনের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। বক্তারা শিক্ষকদের দ্রুত জাতীয় স্কেলের দাবি জানান।