মালয়েশিয়ায় ৭৬৭ বাংলাদেশি আটক
https://www.obolokon24.com/2016/11/malesia.html
ডেস্কঃ
মালয়েশিয়ার ৭৬৭ বাংলাদেশিসহ মোট ৯৩৬ জন অবৈধ নির্মাণ শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। সোমবার নিউ স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নিউ স্টেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার পোর্ট ডিকসনের কাছে জিমাহতের একটি নির্মাণ কাজের স্থানে নেগ্রি সেমবিলান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অভিযান চালিয়ে তাদেরে আটক করে।
নেগ্রি সেমবিলান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক হাপজান হুসাইনি বলেছেন, আটকৃতদের মধ্যে ৭৬৭ জন বাংলাদেশি, ৮০ জন পাকিস্তানি, ৫০ জন ভারতীয়, ২২ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন শ্রীলঙ্কান, তিনজন মিয়ানমারের ও একজন নেপালের নাগরিক। তাদের সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
এক বিবৃতিতে হুসাইনি বলেছেন, মিথ্যা তথ্য দিয়ে ভ্রমণ, ভিসা শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করাসহ বিভিন্ন অপরাধের তাদের আটক করা হয়েছে।
মালয়েশিয়ার ৭৬৭ বাংলাদেশিসহ মোট ৯৩৬ জন অবৈধ নির্মাণ শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। সোমবার নিউ স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নিউ স্টেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার পোর্ট ডিকসনের কাছে জিমাহতের একটি নির্মাণ কাজের স্থানে নেগ্রি সেমবিলান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অভিযান চালিয়ে তাদেরে আটক করে।
নেগ্রি সেমবিলান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক হাপজান হুসাইনি বলেছেন, আটকৃতদের মধ্যে ৭৬৭ জন বাংলাদেশি, ৮০ জন পাকিস্তানি, ৫০ জন ভারতীয়, ২২ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন শ্রীলঙ্কান, তিনজন মিয়ানমারের ও একজন নেপালের নাগরিক। তাদের সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
এক বিবৃতিতে হুসাইনি বলেছেন, মিথ্যা তথ্য দিয়ে ভ্রমণ, ভিসা শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করাসহ বিভিন্ন অপরাধের তাদের আটক করা হয়েছে।