জলঢাকায় ৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ

নীলফামারীর জলঢাকায় ৮ কোটি ১২ লাখ টাকার ব্যয়ে বর্তমান সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। শনিবার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। এসময় ব্রীজ রাস্তা পাকাকরণসহ গ্রাম বিদ্যুতায়ন উদ্বোধন করেন তিনি। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান, প্রকৌশলী হারুন অর-রশিদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হামিদুর রহমান, পল্ল¬ী বিদ্যুতের  এজিএম গোলাম রব্বানীসহ স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা এলজিইডি অফিস সুত্রে জানা যায়, গোলমুন্ডা, গোলনা ও মীরগঞ্জ ইউনিয়নে প্রায় ৬ কিলোমিটার রাস্তা পাকাকরণ যার প্রাক্কালিত মূল্য ধরা হয়েছে ২ কোটি ৭৭ লাখ ৮১ হাজার ৮৩ টাকা। অন্যদিকে শিমুলবাড়ী ইউনিয়নে চারালকাটা নদীর উপর ১২৫ মিটার আরসিসি গ¬াডার ব্রীজ নির্মানে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩৪ লাখ ২২ হাজার ৩৫ টাকা। এসব প্রকল্প এলজিডি অর্থায়নে বাস্তাবায়ন হবে বলে জানা গেছে। এদিকে পল¬ী বিদ্যুতের আয়োজনে গোলমুন্ডা ও ডাউয়াবাড়ী ইউনিয়নে ১৬১টি পরিবারের মাঝে বিদ্যুতায়নের উদ্বোধন করেন এমপি গোলাম মোস্তফা।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1879936364376609913

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item