গাইবান্ধার ৩৩ সাঁওতালকে জামিন দিয়েছেন হাইকোর্ট
https://www.obolokon24.com/2016/11/gaibandha_9.html
পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ৩৩ সাঁওতালকে ৮ সপ্তাহের
জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সাঁওতালদের পক্ষের আইনজীবী আবু ওবায়দুর রহমান জানান, গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে আখ কাটা নিয়ে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও পুলিশের সঙ্গে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর (সাঁওতাল) দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪২ জন সাঁওতালের বিরুদ্ধে মামলা করে। এর মধ্যে কয়েকজন মারা গেছেন। ২ জন জামিনে রয়েছেন। এছাড়া কয়েকজন গ্রেফতার আছে। আজ ওই মামলায় হাইকোর্ট আত্মসমর্পণ করে জামিন চান ড. ফিলিপ বাগচি, সুবল, মার্শাল ও ভাগনসহ ৩৩ সাঁওতাল। তাদের পক্ষে শুনানি করেন এ এম আমিন উদ্দিন।
জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সাঁওতালদের পক্ষের আইনজীবী আবু ওবায়দুর রহমান জানান, গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে আখ কাটা নিয়ে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও পুলিশের সঙ্গে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর (সাঁওতাল) দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪২ জন সাঁওতালের বিরুদ্ধে মামলা করে। এর মধ্যে কয়েকজন মারা গেছেন। ২ জন জামিনে রয়েছেন। এছাড়া কয়েকজন গ্রেফতার আছে। আজ ওই মামলায় হাইকোর্ট আত্মসমর্পণ করে জামিন চান ড. ফিলিপ বাগচি, সুবল, মার্শাল ও ভাগনসহ ৩৩ সাঁওতাল। তাদের পক্ষে শুনানি করেন এ এম আমিন উদ্দিন।