ডোমারে শত্রুতার জেরে কৃষকের ধান কেটে নিয়ে যায় দূর্বৃত্তরা

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে শত্রুতার জেরে কৃষকের ধান কেটে নিয়ে যায় দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ চান্দখানা গ্রামে। সরেজমিনে যানাযায়, উক্ত গ্রামের মহিমুদ্দিন ১৯৪৪ সালে ১৩২৪নং দলিল মূলে ১২ শতক জমি খরিদ করে ভোগ দখল করা অবস্থায় মৃত্যু বরণ করে।উত্তরাধিকার সুত্রে মহিমুদ্দিনের ছেলে আব্দুল মান্নান পিতার সম্পত্তি চাষ আবাদ করে আসছে। এলাকার রহিম উদ্দিনের ছেলে নজরুল ইসলামের দৃস্টি পরে মান্নানের ওই সম্পত্তির উপর। তারা দির্ঘদিন ধরে অংশিদায়ীত্বের দাবী নিয়ে মান্নানের উপর অন্যায় অত্যাচার করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫ নভেম্বর শনিবার সকালে নজরুল ও তার ছেলে মোমিনুর ও ময়নুল সহ তাদের ভাড়াটিয়া বাহিনী লাঠি শোটা, দা, বল্লম সহ ধারালো অস্ত্র নিয়ে মান্নানের রোপনকৃত পাঁকা ধান জোর পূর্বক কেটে নিয়ে যায়। এসময় মান্নান বাঁধা নিষেধ করিলে তাকে বেধরক মারপিট করে এবং ব্রয়লার মুরগি বিক্রি করা টাকা কেড়ে নেয় বলে তিনি অভিযোগ করেন। এবিষয়ে মান্নানের পরিবার বিচারের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুড়ের কোন ফল না পাওয়ায় আদালতের স্বরনাপর্ণ হবে বলে জানাযায়। বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মান্নানের পরিবার।

পুরোনো সংবাদ

নীলফামারী 6745177377039303715

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item