ডোমারের গোমনাতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবান্ন উৎসব পালিত
https://www.obolokon24.com/2016/11/domar_29.html
নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি।
অগ্রহায়ণের শুরুতেই এপার বাংলা ও ওপার বাংলাতে চলে উৎসবের নানা আয়োজন। নতুন ধান কাটা আর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব ।আজ মঙ্গলবার পয়লা অগ্রহায়ণ শুরু হলো বাঙালী সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ নবান্ন উৎসব। আবহমান কাল ধরে গ্রাম বাংলায় বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে নবান্ন উৎসব পালন করা হয়ে থাকে।
সারাদেশে নবান্ন উৎসব পালন করার অংশ হিসাবে গোমনাতী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজন করে নবান্ন উৎসব।নতুন ধানের ক্ষীর দ্বারা শিক্ষক শিক্ষার্থীদের আপ্যায়ন ও নবান্নের স্মৃতিচারণের মধ্য এ উৎসব পালন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাবুল হোসেন শাহ্ বাঙালী জাতির এই অসাম্প্রদায়িক নবান্ন উৎবকে সর্বক্ষেত্রে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন। সকল সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থান ঠেকাতে বাঙালির নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চা বিশেষ করে নবান্ন উৎসব আয়োজনে এবং অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
অগ্রহায়ণের শুরুতেই এপার বাংলা ও ওপার বাংলাতে চলে উৎসবের নানা আয়োজন। নতুন ধান কাটা আর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব ।আজ মঙ্গলবার পয়লা অগ্রহায়ণ শুরু হলো বাঙালী সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ নবান্ন উৎসব। আবহমান কাল ধরে গ্রাম বাংলায় বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে নবান্ন উৎসব পালন করা হয়ে থাকে।
সারাদেশে নবান্ন উৎসব পালন করার অংশ হিসাবে গোমনাতী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজন করে নবান্ন উৎসব।নতুন ধানের ক্ষীর দ্বারা শিক্ষক শিক্ষার্থীদের আপ্যায়ন ও নবান্নের স্মৃতিচারণের মধ্য এ উৎসব পালন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাবুল হোসেন শাহ্ বাঙালী জাতির এই অসাম্প্রদায়িক নবান্ন উৎবকে সর্বক্ষেত্রে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন। সকল সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থান ঠেকাতে বাঙালির নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চা বিশেষ করে নবান্ন উৎসব আয়োজনে এবং অংশগ্রহণের আহ্বান জানান তিনি।