ডোমারে মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় স্বামীর সংসারে ফিরে গেলেন ছবি।
https://www.obolokon24.com/2016/11/domar_16.html
আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী ডোমারে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় দির্ঘদিন পর স্বামীর সংসারে ফিরে গেলেন নির্যাতিতা গৃহবধু ছবিতা রাণী। অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী গ্রামের শ্রী আকালু রায়ের কন্যা ছবিতা রাণীর সাথে একই ইউনিয়নের মাহিগঞ্জ নুরুর মোড় এলাকার মৃত মহেন্দ্র নাথ রায়ের ছেলে উত্তম রায়ের সাথে সনাতন ধর্ম অনুযায়ী আড়াই বছর পূর্বে বিবাহ হয়। সংসার জীবনে ৭মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ও শশুর বাড়ীর লোক জনের সাথে সামান্য বিষয় নিয়ে ক্রটি দেখা দিলে দির্ঘদিন ধরে ছবিতারানী তার বাবার বাড়ীতে অবস্থান করে। স্ত্রী সন্তানের খোজ খবর ভরণপোষন না দিয়ে তার নামে দূর্নাম বদনাম ছড়িয়ে বেড়ায় তার স্বামী। এর কারনে ছবিরাণীর সংসার ভাঙ্গতে বসেছে প্রায়। আপোষ মিমাংসায় ব্যর্থ হয়ে গত ১৩/১০/২০১৬ইং তারিখে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বোড়াগাড়ী ইউনিয়ন সলিসিটর শারমিন সুলতানা শাপলার কাছে বিষয়টি অবগত করেন তিনি । তার পরামর্শে বোড়াগাড়ী আইন সহায়তা কেন্দ্রে ছবিতা রাণী মামলা নং-৩৬৭/১৬ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তাদের নোটিশ দ্বারা তলব করলে উভয় পক্ষের শুনানী শেষে গত রবিবার সকালে দুপক্ষের স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে তারা তাদের ভূল বুঝতে পেরে আপোষ মিমাংসায় স্বাক্ষর দিয়ে সাক্ষীগণের মোকাবেলায় ছবি রাণীকে তার স্বামীর সংসারে ফিরে নিয়ে যায়। ছবিতার মা শ্রীমতি অনিতা রাণী জানান, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় ছবিতা আজ নতুন করে সংসার জীবন ফিরে পেলো। আইন সহায়তা কেন্দ্রের এ ধরণের উদ্দ্যোগ এলাকায় উজ্জল দৃষ্টান্ত স্থাপন করবে বলে এলাকাবাসী জানান।
নীলফামারী ডোমারে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় দির্ঘদিন পর স্বামীর সংসারে ফিরে গেলেন নির্যাতিতা গৃহবধু ছবিতা রাণী। অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী গ্রামের শ্রী আকালু রায়ের কন্যা ছবিতা রাণীর সাথে একই ইউনিয়নের মাহিগঞ্জ নুরুর মোড় এলাকার মৃত মহেন্দ্র নাথ রায়ের ছেলে উত্তম রায়ের সাথে সনাতন ধর্ম অনুযায়ী আড়াই বছর পূর্বে বিবাহ হয়। সংসার জীবনে ৭মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ও শশুর বাড়ীর লোক জনের সাথে সামান্য বিষয় নিয়ে ক্রটি দেখা দিলে দির্ঘদিন ধরে ছবিতারানী তার বাবার বাড়ীতে অবস্থান করে। স্ত্রী সন্তানের খোজ খবর ভরণপোষন না দিয়ে তার নামে দূর্নাম বদনাম ছড়িয়ে বেড়ায় তার স্বামী। এর কারনে ছবিরাণীর সংসার ভাঙ্গতে বসেছে প্রায়। আপোষ মিমাংসায় ব্যর্থ হয়ে গত ১৩/১০/২০১৬ইং তারিখে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বোড়াগাড়ী ইউনিয়ন সলিসিটর শারমিন সুলতানা শাপলার কাছে বিষয়টি অবগত করেন তিনি । তার পরামর্শে বোড়াগাড়ী আইন সহায়তা কেন্দ্রে ছবিতা রাণী মামলা নং-৩৬৭/১৬ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তাদের নোটিশ দ্বারা তলব করলে উভয় পক্ষের শুনানী শেষে গত রবিবার সকালে দুপক্ষের স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে তারা তাদের ভূল বুঝতে পেরে আপোষ মিমাংসায় স্বাক্ষর দিয়ে সাক্ষীগণের মোকাবেলায় ছবি রাণীকে তার স্বামীর সংসারে ফিরে নিয়ে যায়। ছবিতার মা শ্রীমতি অনিতা রাণী জানান, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় ছবিতা আজ নতুন করে সংসার জীবন ফিরে পেলো। আইন সহায়তা কেন্দ্রের এ ধরণের উদ্দ্যোগ এলাকায় উজ্জল দৃষ্টান্ত স্থাপন করবে বলে এলাকাবাসী জানান।