হামিদুর রহমান আর্দশ পাঠাগারে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি অবমাননা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরে কুখ্যাত মাদক বিক্রেতা মতিয়ার, প্লাবন, মিম, মন্টি ও মাদক স¤্রাজ্ঞী ফতের বিরুদ্ধে মাদক ব্যবসার  প্রতিবাদ করায় সমাজ সেবামুলক প্রতিষ্ঠান হামিদুর রহমান আর্দশ পাঠাগারে ভাংচুর লুটপাটসহ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও অবমাননা করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।রোববার দুপুর ১২ টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দিনাজপুর সমাজ সেবামূলক প্রতিষ্ঠান হামিদুর রহমান আদর্শ পাঠাগার সভাপতি জানান, গত মঙ্গলবার দিনাজপুরের চাউলিয়াপট্টি ডাবগাছ মসজিদ মোড় এলাকায় স্কুলগামী কয়েকজন ছাত্রীকে প্লাবন, মিমসহ বেশ কয়েকজন বখাটে যুবক ইভটিজিং করার সময় স্থানীয় যুবক সুজনসহ এলাকাবাসী প্রতিবাদ করে। এতে বখাটে যুবকদ্বয় উত্তেজিত হয়ে প্রতিবাদী যুবক সুজনের সাথে কথা কটাকাটি হয়ে সুজনকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। একই দিন বখাটে প্লাবন, মিমসহ তাদের দলবল নিয়ে স্থানীয় প্রতিবাদি যুবক সুজনকে একা পেয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয়। এ সময় পাঠাগার সভাপতি জুবিয়ার চৌধুরীর বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীর আসবাপত্র ভাংচুরসহ স্বর্ণলংকার লুট করে নিয়ে যাওয়ার পথে সমাজ সেবামূলক প্রতিষ্ঠান হামিদুর রহমান আদর্শ পাঠাগারে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও পাঠাগারের বই পত্র ছিড়ে তছনছ করে পালিয়ে যায়। এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। মানববন্ধনে ঘাসিপাড়া হামিদুর রহমান আদর্শ পাঠাগারের সভাপতি মো. জুবিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. আল মামুন, সদস্য মো. সাবরুল রাকিব রাজু, রুপম, সেলিম, মো. মঞ্জুরুল ইসলাম, মো. জামান, মো. জামাল, মো. আলম, মো. মাসুদ, হিরা, সুজন, পান্না, সুনীলসহ ঘাসিপাড়া, পাটুয়াপাড়া, চাউলিয়াপট্টি ও আশপাশের এলাকার শতাধিক এলাকাবাসি অংশগ্রহণ করেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6377778716236461373

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item