সুন্দরবন রক্ষার দাবীতে ফুলবাড়ীতে সাইকেল র্যালী।
https://www.obolokon24.com/2016/11/dinajpur_14.html
মোঃ মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
রামপাল বিদুৎ কে›ত্র প্রকল্প বাতিল করে সুন্দরবন রক্ষার দাবীতে সোমবার বেলা সাড়ে ১১টায়, দিনাজপুরের ফুলবাড়ীতে সাইকেল মিছিল করেছে, প্রান প্রকৃতি পরিবেশ রক্ষা কথন নামে একটি ছাত্র সংগঠন।
সকাল সাড়ে ১১ টায় স্থানীয় নিমদলা মোড় থেকে এই সাইকেল মিছিলটি বের হয়, সাইকেল মিছিলটি উদ্বোধন করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও তেলগ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির অন্যতম নেতা, আমিনুল ইমলাম বাবলু। সাইকেল মিছিলটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে পুনরায় নিমতলা মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে, নিমতলা মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন প্রান প্রকৃতি পরিবেশ রক্ষা কথন সংগঠনের আহবায়ক তানভির রহমান স্বাধীন, সদস্যসচিব আল আমিন, প্রান প্রকৃতি পরিবেশ রক্ষা কথন এর উদ্যেক্তা শাহরিয়ার সানি। এসময় বক্তাগণ বলেন বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যবাহী সম্পদ সুন্দরবন ধবংশ করে, রামপাল বিদুৎ কেন্দ্র তৈরী করা যাবে না, এজন্য তারা রামপাল বিদুৎ কেন্দ্র বাতিল করার জন্য সরকারের নিকট আহবান জানান।
রামপাল বিদুৎ কে›ত্র প্রকল্প বাতিল করে সুন্দরবন রক্ষার দাবীতে সোমবার বেলা সাড়ে ১১টায়, দিনাজপুরের ফুলবাড়ীতে সাইকেল মিছিল করেছে, প্রান প্রকৃতি পরিবেশ রক্ষা কথন নামে একটি ছাত্র সংগঠন।
সকাল সাড়ে ১১ টায় স্থানীয় নিমদলা মোড় থেকে এই সাইকেল মিছিলটি বের হয়, সাইকেল মিছিলটি উদ্বোধন করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও তেলগ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির অন্যতম নেতা, আমিনুল ইমলাম বাবলু। সাইকেল মিছিলটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে পুনরায় নিমতলা মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে, নিমতলা মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন প্রান প্রকৃতি পরিবেশ রক্ষা কথন সংগঠনের আহবায়ক তানভির রহমান স্বাধীন, সদস্যসচিব আল আমিন, প্রান প্রকৃতি পরিবেশ রক্ষা কথন এর উদ্যেক্তা শাহরিয়ার সানি। এসময় বক্তাগণ বলেন বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যবাহী সম্পদ সুন্দরবন ধবংশ করে, রামপাল বিদুৎ কেন্দ্র তৈরী করা যাবে না, এজন্য তারা রামপাল বিদুৎ কেন্দ্র বাতিল করার জন্য সরকারের নিকট আহবান জানান।