দেবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান
https://www.obolokon24.com/2016/11/debigang_9.html
মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি,পঞ্চগড়ঃ
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবির নির্বাহী ম্যাজিষ্ট্রেটি ক্ষমতা বলে ভ্রাম্যমান আদালত গঠন করে একদল পুলিশ বাহিনী সহ বুধবার উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজারের আসে-পাশে সো-মিলে (করাত কল) লাইসেন্স বিহীন ব্যবসা করার কারনে কালীপদ ,শুকুর আলী, ময়নুদ্দীনকে সাত হাজার টাকা ও রাস্তায় বোতলজাত ভাবে পেট্রোল বিক্রয় করার অপরাধে খোরশেদ আলমকে এক হাজার টাকা এবং দেবীগঞ্জ করতোয়া অভ্যয়াশ্রমে মাছ ধরার অপরাধে সবুজ পাড়ার মোবারক হোসেনের ছেলে রুবেল (২৪) কে মৎস্যরক্ষা ও সংরক্ষনালয় ১৯ এর ৫ উপ ধারা ২(খ) এক বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবির নির্বাহী ম্যাজিষ্ট্রেটি ক্ষমতা বলে ভ্রাম্যমান আদালত গঠন করে একদল পুলিশ বাহিনী সহ বুধবার উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজারের আসে-পাশে সো-মিলে (করাত কল) লাইসেন্স বিহীন ব্যবসা করার কারনে কালীপদ ,শুকুর আলী, ময়নুদ্দীনকে সাত হাজার টাকা ও রাস্তায় বোতলজাত ভাবে পেট্রোল বিক্রয় করার অপরাধে খোরশেদ আলমকে এক হাজার টাকা এবং দেবীগঞ্জ করতোয়া অভ্যয়াশ্রমে মাছ ধরার অপরাধে সবুজ পাড়ার মোবারক হোসেনের ছেলে রুবেল (২৪) কে মৎস্যরক্ষা ও সংরক্ষনালয় ১৯ এর ৫ উপ ধারা ২(খ) এক বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন।