ডিমলায় ওপেন হাউস ডে, কমিউনিটি পুলিশিং ও সাম্প্রদায়ীক সম্প্রীতি সভা।

জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় ডিমলা থানার উদ্যোগে১৫ নভেম্বর মঙ্গলবার বিকালে ও ১ নং পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের আয়োজনে ছাতনাই উচ্চ বিদ্যালয় মাঠে ওপেন হাউস ডে, কমিউনিটি পুলিশিং ও  সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাকির হোসেন খান, পুলিশ সুপার, নীলফামারী। বিশেষ অতিথি ছিলেন ফিরোজ কবির, সহকারী পুলিশ সুপার, সদর সার্কের নীলফামারী। ১ নং পশ্চিম ছাতনাই ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ারুল হক ।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, সহিদুল ইসলাম, যুবলীগের সভাপতি বাবু শৈলেন চন্দ্র রায়, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিখন, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সায়েম সরকার, টেপাখড়িবাড়ী আ”লীগ মনোনিত প্রার্থী ময়নুল হক প্রমুখ।
ওপেন হাউস ডে, কমিউনিটি পুলিশিং ও  সম্প্রদায়ীক সম্প্রীতি সভায় ডিমলা থানার এসআই সাহাবুদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য করেন আ”লীগ জেলা কমিটির সহ সভাপতি এমদাদুল কবির চৌধুরী, ইউনিয়ন পুলিশিং কমিটির উপদেষ্ঠা  ও সভাপতি ছাতনাই উচ্চ বিদ্যালয় ্মাহাবুবুল আলম, খগাখড়িবাড়ী  ইউপি সদস্য আবু কালাম, নজরুল ইসলাম, উক্ত ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি আব্দুল গফুর, সদস্য অলিয়ার রহমান, সাইদুল ইসলাম চৌধুরী, ডাঃ আবু সায়েদ, মানিক চাঁদ রায়, তবিবুল ইসলাম, নারী নেত্রী জাহানারা বেগম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ যেমন করে এলাকার অপরাধ, দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধে কাজ করছে ঠিক তেমনি ভাবে স্থানীয় জনগণ অর্থাৎ আপনাদেরকে এগিয়ে আসতে হবে। পুলিশের সাথে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে এসব অপরাধ নির্মুলে কাজ করতে হবে। তবেই সম্ভব আপনার এলাকার অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করা।
তাছাড়াও আপনারা কোথাও কোন অপরাধের খবর পেলে আপনাদের এলাকায় পুলিশিং কমিটির সদস্যদের সাথে আলাপ আলোচনা করতে পারেন । পুলিশিং কমিটির সদস্যরা থানায় জানালে তা দ্রুত পদক্ষেপ নিবে পুলিশ। এ সময় মুক্ত আলোচনায় অংশ গ্রহন করে এলাকাবাসী বলেন, পুলিশকে সত্যিকারের বন্ধু হতে হবে জনগণের। পুলিশ ও সাধারণ জনগণকে কাঁধে কাঁধ মিলে কাজ করে যেতে হবে। তবে সমাজ ও দেশ থেকে অপরাধ অনেকটা কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item