সরকারি ভাবে বাজেট না থাকায় দৈনিক মিড-ডে সম্ভব হচ্ছে না হরিপুর উপজেলার কাঠালডাঁঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
https://www.obolokon24.com/2016/10/thakurgaon_6.html
জসিমউদ্দিন (ইতি) হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
শিশুরা স্কুলে যাচ্ছেনা,গেলেও শেষ অবধি থাকছেনা।পরিবারের দারিদ্রতার কারনে স্কুল ছুট হয়ে যাচ্ছে।এই প্রবনতা কমাতে স্কুলের মধ্যেই রান্না করা খাবারের বন্দোবস্ত।যদি এক বেলা খাবারের সাশ্রয় হয়,স্কুলেই যেটি পাওয়া যায়,অন্তত একটু খাবার পাওয়া যাবে এই টানেই স্কুলে যায় ছেলে মেয়েরা।সেই সুযোগে প্রাথমিক শিক্ষাটুকু অর্জন করতে পারবে তারা।এমন ভাবনা থেকে মিড-ডে প্রকল্পের আয়োজন। ঠাকুরগাঁওয়ে গ্রামাঞ্চলের প্রায় ৮০ ভাগ মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। ফলে অনেকে নিজ সন্তানদের স্কুলে পাঠাতে আগ্রহী হয়ে ওঠে না। বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত সব শিশুকে বিদ্যালয়মুখী করা, প্রাথমিক শিক্ষার মান নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে নিজস্ব উদ্দোগে গত ১১ আগস্ট তারিখে ঠাকুরগাও-এর হরিপুর উপজেলার কাঠালডাঁঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক । সে সময় সঙ্গে ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সম্মান্বিত উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা শিক্ষা অফিসার ও সহকারি শিক্ষা অফিসার ।এ কর্মসূচীর আওতার সপ্তাহে প্রতি বুধবার শিক্ষার্থীদের বিদ্যালয়ে রান্না করা খাবার পরিবেশন করা হয়। অনেক অভিভাবক মনে করছেন সাপ্তাহিক নয় দৈনিক মিড-ডে চালু থাকলে ঝরে পড়া শতভাগ রোধ করা সম্ভব হবে ।কিন্তু এ ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা অর্থিক সংস্থান। উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুনজুরুল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম বলেন, সরকারি ভাবে বাজেট না থাকায় দৈনিক মিড-ডে মিল চালু করা সম্ভব হচ্ছে না। সরকার যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তবে এই বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার শূন্যের খাতায় থাকবে। বিদ্যালয়টিতে বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা রয়েছে ২৪৬ জন। বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ রিয়াজুল ইসলাম সরকার জানায়, আমরা স্কুল কমিটি যত দূর পারি চেষ্টা করে যাচ্ছি।