সৈয়দপুরে জাতীয় বিদ্যূৎ সপ্তাহ উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2016/10/saidpur_76.html
তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
জাতীয় বিদ্যূৎ সপ্তাহ - ২০১৬ পালন উপলক্ষে সৈয়দপুরে বিদ্যূৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উদ্যোগে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা প্রশাসন ওই উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে।
“জ্বালানী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা শীর্ষক” প্রতিযোগিতায় শিক্ষা নগরী হিসেবে পরিচিতি পাওয়া সৈয়দপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফাইয়াজ কবীর প্রথম, একই প্রতিষ্ঠানে দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবরার আব্দুল্লাহ দ্বিতীয় এবং সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মো. আরমান চৌধুরী তৃতীয় স্থান অধিকার করেন। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী এতে সভাপতিত্ব করেন। প্রতিযোগিতার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাকেরিনা বেগম।
প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল- ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, ভেটেরিনারি সার্জন ডা. মো. রহমত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাকেরিনা বেগম।
সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাটি সঞ্চালনা করেন।
এতে বক্তব্য রাখেন সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ প্রমূখ।
শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
প্রতিযোগিতা অনুষ্ঠানে সৈয়দপুর বিদ্যূৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আববাস আলী, সিনিয়র হিসাব সহকারী গোলাম মোস্তফা মুকুলসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক উপস্থিত ছিলেন।