বিশ্ব শিশু দিবসে সৈয়দপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

 তোফাজ্জল হেসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে গতকাল ৩ অক্টোবর (সোমবার) সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ওইসব কর্মসূচি পালন করা হয়।
সকাল ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা  উপজেলা পরিষদ সামনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে “থাকবে শিশু সবার মাঝে ভালো দেশ- সমাজ পরিবারে জ্বলবে আশার আলো” দিবসের এবারের প্রতিপাদ্য ওপর এক  সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
সভায়  সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী সভাপতিত্ব করেন ।
 এতে আলোচনা অংশ নেন, উপজেলা পরিষদ প্যালেন চেয়ারম্যান মো. আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান মোছা. রওনক জাহান রিনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  আহমেদ মাহবুব-উল-ইসলাম , উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান হাবিব , মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা.  নুরুন্নাহার শাহজাদী প্রমূখ। সভাটি উপস্থাপনা করেন রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম মুকুল।
 শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা পরিষদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শহরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 499794413272533174

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item